
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনুগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ২০০ জন উপকারভোগী পরিবারের মাঝে বিনামুল্য ২টি ছাগল(সাগি) এবং একটি করে মেট বিতরণ করা হয়েছে।জানা গেছে,মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সকাল ১২ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:ওয়াজেদ আলী এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরনাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা,উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা:সুমন মিয়া সহ প্রাণী সম্পদ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়,সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী ২০০টি পরিবারের মাঝে ২টি করে ছাগ(সাগি) ও একটি মেট বিতরণ করা হয়।