
মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
ব্রেইন স্ট্রোক জনিত কারনে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চয়ড়া গ্রামের আবেদ আলী মাস্টারের ছেলে বুয়েট ইঞ্জিনিয়ার আনিসুর রহমান মিলন ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
মৃত্যুই চিরন্তন সত্য। কিন্তু কিছু মানুষের মৃত্যুতে হৃদয় ডুকরে কেঁদে ওঠে।তাদের মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়। ইঞ্জিনিয়ার আনিছুর রহমান মিলন ছিলেন তেমনি একজন মানুষ । গ্রামের মানুষের ভাষ্যমতে তিনি যেন তার গ্রামের রত্ন ছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে এলাকার সবাই একবাক্যে পছন্দ করতো। তার কোন শত্রু আছে এমনটি কখনো কেউ শোনা যায়নি। তিনি কোনদিন কারও সাথে দ্বন্দ্বে লিপ্ত হননি। বর্তমান সময়ে তার মতো মানুষ খুঁজে পাওয়া ভার! বুয়েট থেকে পাস করার পর ঢাকায় ১৭ বছর তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড-এ এজিএম পদে চাকরি করেছেন। অমায়িক মানুষ ছিলেন তিনি! অসাধারণ বাচনভঙ্গি, সুদর্শন ও স্মার্টনেস ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য । তরতাজা ও প্রানবন্ত যুবক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান মিলন ব্রেইন স্টোক করে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১ টা ১০ ঘটিকায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবরে উল্লাপাড়া থানার চয়ড়া ও পার্শ্ববর্তী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ১৩ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ চয়ড়া গ্রামে তার শেষ জানাযার নামাজ শেষে দাফন-কাফন করা হয়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইঞ্জিনিয়ার আনিসুর রহমান মিলনের পরিবার তার বিদেহী আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।