০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে সাংবাদিক সবুজের জামাই রাজুর ইন্তেকাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উত্তরাঞ্চলের বহুল প্রচারিত “দৈনিক করতোয়া” পএিকার বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাজেদুর রহমান সবুজের একমাত্র মেয়ে জামাই রাকিবুল কবির রাজু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(১২ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে শ্বশুরবাড়ি বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ বেজোড়ায় আসেন রাজু। খাওয়া-দাওয়া শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে শয়নকক্ষে অবস্থানকালে হঠাৎ বমি শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই অবুঝ শিশু সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

শুক্রবার সকাল ৭টায় তার মরদেহ শ্বশুরবাড়ি প্রজন্ম নিবাস দক্ষিণ বেজোড়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টায় স্থানীয় বেজোড়া দক্ষিণ পাড়া মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার পৈত্রিক নিবাস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খন্দকারটোলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অপরদিকে রাজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনকে বিএনপির সবুজ সঙ্কেত 

শাজাহানপুরে সাংবাদিক সবুজের জামাই রাজুর ইন্তেকাল

আপডেট সময় : ০৪:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উত্তরাঞ্চলের বহুল প্রচারিত “দৈনিক করতোয়া” পএিকার বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাজেদুর রহমান সবুজের একমাত্র মেয়ে জামাই রাকিবুল কবির রাজু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(১২ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে শ্বশুরবাড়ি বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ বেজোড়ায় আসেন রাজু। খাওয়া-দাওয়া শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে শয়নকক্ষে অবস্থানকালে হঠাৎ বমি শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই অবুঝ শিশু সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

শুক্রবার সকাল ৭টায় তার মরদেহ শ্বশুরবাড়ি প্রজন্ম নিবাস দক্ষিণ বেজোড়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টায় স্থানীয় বেজোড়া দক্ষিণ পাড়া মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার পৈত্রিক নিবাস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খন্দকারটোলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অপরদিকে রাজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।