স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ লুনা খাতুন (৩০) নির্যাতনের ও তার বাবার বাড়ী ঘরের জানালা দরজা ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার (২৫ আগস্ট -২০২৫ ) আনুমানিক দুপুর বারোটার সময় কোয়ালীপাড়া গ্রাম থেকে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। লুনা খাতুনের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের সিলা ফোলা জখম দেখা যায়।
থানার অভিযোগসূত্রে জানা যায়, লুনা খাতুনের স্বামী আব্দুল আলীম (৫০) পিতা আব্দুল গফুর গ্রাম গোঠাইল থানা ইসলামপুর জেলা জামালপুরে সে তথ্য গোপন করে ২য় বিবাহ করে ঢাকায় নিয়ে থাকে তার কিছু দিন পর লুনা খাতুন জানতে পারে তার আরো একটি স্ত্রী সন্তান রয়েছে।
তখন সে বাবার বাড়ী রাজশাহীর বাগমারা উপজেলা নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে চলে আসে। আব্দুল আলীম তখন লুনার বাবার বাড়ীতে চলে আসেন। শশুর বাড়ীতে আলীম ঘর সংসার করতে থাকি। মাঝে মধ্যে নিশা করে এসে যৌতুকের জন্য লাঠি দিয়ে মারধর করতে থাকে । তাদের সংসার জীবনে ১টি ছেলে ও ২ টি মেয়ে সন্তান রয়েছে।
তারি ধারাবাহিকতার গত ২৫ আগস্ট -২০২৫ ইং তারিখে বাবা মার সামনে ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য লাঠি দিয়ে শারীরিক নির্যাতন করে। শরীরের বিভিন্ন জায়গায় ছিলাফোলা জখম করে মাটিতে ফেলে রেখে চলে যায়। পরে আশে পাশের লোক জন এসে লুনা খাতুনকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। পরে লুনা খাতুন বাদী থানায় অভিযোগ করেন।
এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.