
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভারত থেকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে চারটি গাড়ি বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করে। তিনি বলেন—দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারো সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে আর বাজাও নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন—আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি বন্ধ রয়েছে। তবে রবিবার থেকে আবারও শুরু হবে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিব সংগো নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, গত ৩১ মার্চ থেকে ভারত থেকে আমদানি বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার চার গাড়িতে মোট ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। ১৩ জন ব্যবসায়ির মোট ৪৭০ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হবে।
ব্যবসায়িরা জানান, গত ৫ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে গত ৫ মাস বন্ধ থাকে পেঁয়াজ আমদানি। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মুদিবাজারের আব্দুর রহমান বাবু জানান, শুক্রবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকায়।