০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে পুলিশের চমকপ্রদ সাফল্য ৩৪ ঘন্টার ব্যবধানে টাকাসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে তানোর থানার চৌকস পুলিশ টিম। পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে চুরি হওয়া টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে অভিযুক্ত চোরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পরপরই ওসি আফজাল হোসেনের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে নিরবিচারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আফজাল হোসেন বলেন, আমাদের লক্ষ্য ছিল দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর অর্থ উদ্ধার করা। প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য এবং পুলিশের চেষ্টায় আমরা তা পেরেছি। এই ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তানোর থানা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি এই চুরির ঘটনায় আরো যারা জড়িত আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে আরো জানা গেছে ,গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা চোর চক্রের সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর: ২২, তারিখ: ২৯/০৭/২০২৫ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত সোমবার (২৮ জুলাই) দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য টাকা নিয়ে আসা এক বৃদ্ধা মহিলার ব্যাগটি চুরি হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী তানোর থানায় লিখিত অভিযোগ করলে ওসি আফজাল হোসেন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন।

স্থানীয়দের মতে, এত দ্রুত সময়ে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং টাকা উদ্ধার সত্যিই প্রশংসনীয়। তারা বলেন, “ওসি সাহেবের সাহসী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি।”

তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির বাস্তবায়নে তানোরে মানববন্ধন

তানোরে পুলিশের চমকপ্রদ সাফল্য ৩৪ ঘন্টার ব্যবধানে টাকাসহ চোর আটক

আপডেট সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে তানোর থানার চৌকস পুলিশ টিম। পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে চুরি হওয়া টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে অভিযুক্ত চোরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পরপরই ওসি আফজাল হোসেনের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে নিরবিচারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আফজাল হোসেন বলেন, আমাদের লক্ষ্য ছিল দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর অর্থ উদ্ধার করা। প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য এবং পুলিশের চেষ্টায় আমরা তা পেরেছি। এই ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তানোর থানা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি এই চুরির ঘটনায় আরো যারা জড়িত আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে আরো জানা গেছে ,গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা চোর চক্রের সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর: ২২, তারিখ: ২৯/০৭/২০২৫ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত সোমবার (২৮ জুলাই) দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য টাকা নিয়ে আসা এক বৃদ্ধা মহিলার ব্যাগটি চুরি হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী তানোর থানায় লিখিত অভিযোগ করলে ওসি আফজাল হোসেন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন।

স্থানীয়দের মতে, এত দ্রুত সময়ে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং টাকা উদ্ধার সত্যিই প্রশংসনীয়। তারা বলেন, “ওসি সাহেবের সাহসী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি।”

তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।