শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) দুপুরে বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসা, বামুনিয়া ঈদগাঁ মাঠ এবং মানিকদিপা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা সরকার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, চেয়ারম্যান মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ এবং আবু শাহীন সানি।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. বিলাল হোসাইন, উপাধ্যক্ষ আব্দুল মতিন, সুপার আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, রফিকুল ইসলাম, মাস্টার আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, মাশফিকুর মামুন, মঞ্জুর মন্টু, কামরুজ্জামান রাজা, আড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা মহসিন আলী, দেলোয়ার মাসুদ, মোকসেদুল আলম, রফিকুল, হান্নান, আলমগীর, রফিক, ইয়াকুব, আইয়ুব আলী, হারুন, যুবদল নেতা সাজেদুর রহমান সাজু, আব্দুল লতিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.