
মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধা জেলা সদর উপজেলার ভেরামারা রেল ব্রিজ সংলগ্ন আরসিসি সেতুর দু’পাশে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে। স্থানীয় পরিবেশ সংরক্ষণ এবং সেতুর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী শামীম প্রামানিক বাদল।
বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলাশবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ী মামুন উর রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগেও সেতুটির দুপাশে কিছু কৃষ্ণচূড়ার গাছ রোপণ করা হয়েছিল। ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ বিষয়ে উদ্যোক্তা শামীম প্রামানিক বাদল বলেন, “আমার ছোট্ট এ উদ্যোগটি মূলত সাধারণ মানুষের কথা চিন্তা করে নেওয়া হয়েছে। কৃষ্ণচূড়া গাছগুলো বড় হলে পথচারীরা ছায়া পাবে, পাশাপাশি ফুল ফোটার মৌসুমে সেতুর সৌন্দর্যও বাড়বে। নিজের এবং সমাজের ভালো লাগা থেকেই আমি এ উদ্যোগ নিয়েছি।”
স্থানীয়দের মাঝে এমন একটি উদ্যোগকে ঘিরে প্রশংসার পাশাপাশি সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে। সবাই আশা করছেন, এই গাছগুলো একদিন সেতুর পাশে নয়নাভিরাম এক প্রাকৃতিক সৌন্দর্য গড়ে তুলবে।