মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাঘাটা উপজেলার কুকড়াহাট গ্রামে এইচএসসি পরীক্ষার্থী এক কিশোরী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ২৬ জুন পরীক্ষার পর বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে জাকিরুল ইসলাম।
এ ঘটনায় ২৭ জুন সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অগ্রগতি না থাকায় ১ জুলাই পুনরায় লিখিত এজাহার দেন কিশোরীর বাবা।
পরিবারের অভিযোগ, ধর্মীয় ভিন্নতার সুযোগ নিয়ে অপহরণ করা হয়েছে। তারা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম জানান, লিখিত এজাহার পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.