
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন সরকারী ভবন নির্মানে বাঁধা দিয়েছেন গ্রামবাসী। নির্মান কাজ শুরুর জন্য কোদালের কোপ দিয়ে উদ্বোধন করলেও মাটি কাটার জন্য ভেকু মেশিন চালু করার সাথে সাথে বাধা দিয়ে ভেকু মেশিনের সামনে গ্রামের কিশোর, যুবকসহ সাধারণ জনতা দাড়িয়ে যান এবং বসে পড়েন। এর মধ্যে ১ যুবক সুয়ে প্রতিবাদ জানান। ফলে, মাটি খনন ও ভবন নির্মান কাজ শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামের গোকুল মাদ্রাসার সামনের ফুটবল মাঠে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, সম্প্রতি গোকুল মাদ্রাসার জন্য নতুন ভবন বরাদ্ধ দেয় সরকার। সরকারের বরাদ্ধ নতুন ভবনটি মাদ্রাসার সামনের ফুটবল মাঠে নির্মানের জন্য মাফ জোক শুরু হলে গ্রামবাসী ওই ভবন নির্মানের জায়গা ও মাঠ নিজেদের দাবি করে একমাত্র খেলার মাঠটি রক্ষার দাবি জানিয়ে ভবন নির্মান কাজ বন্ধে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পাশাপাশি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে আগামী ১০ জুলাইয়ে শুনানী হবে। ফলে, দফায় দফায় গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন।
সোমবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান এবং তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাফ জোক করে খুটি পুতে রশি টাংগিয়ে কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে নির্মান কাজের উদ্বোধন করেন। খবর পেয়ে গ্রামের লোকজন নিয়ে যুবক ও কিশোররা ভবন নির্মানের বিরধিতা করেন।
এসময় ভবন নির্মানের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করার জন্য মেশিন চালু করার সাথে সাথে গ্রামের লোকজনসহ কিশোর ও যুবকরা ভেকু মেশিনের সামনে দাড়িয়ে যান এবং বাধা দেন। এর একপর্যায়ে যুবকরা মাঠের জায়গা নিজের দাবি জানিয়ে মাঠ রক্ষার জন্য মেশিনের সামনে বসে পড়ার পাশাপাশি সুইয়ে পড়েন। এসময় ইউএনও’র প্রতিনিধিগন গ্রামবাসীসহ যুবকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন।