
স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারার উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর ২নং ওয়ার্ডে কৃষক দলের অফিস ভাংচুর ও শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি কেটে ছিড়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন -২৫ ইং) আনুমানিক রাত ১২ টার পর এ অফিস ভাঙচুর ও ছবি ছিড়ে ফেলার ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পরিদর্শন করেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মনিরুজ্জামান (রঞ্জু)।
রাজশাহী জেলা কৃষক দলের সদস্য ও উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল প্রামানিক, রাজশাহী জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল দেওয়ান, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য ও উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল, পরিদর্শন শেষে নেতৃবৃন্দরা উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান মাস্টার, গনিপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন, রেজাউল করিম, লিটন সরকার, মেহেদী হাসান, ইসরাফিল হোসাইন, জাহাঙ্গীর আলম সহ কৃষক দল ও বিএনপি’র অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।