
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা
ফোরকান হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খোট্রাপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম ওরফে রনি (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১০ জুন) দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বোহাইল প্রামানিকপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারকৃত মোঃ সাজ্জাদুল ইসলাম ওরফে রনি শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বোহাইল প্রামানিকপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে। সে শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম ওরফে রনি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যুবদল নেতা ফোরকান হত্যা মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে ।