
নিজস্ব প্রতিবেদক
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি” নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগান কে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ মে) রোববার সকাল ১০ টায় তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তানোর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচানা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ) লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, তানোর উপজেলা মৎস কর্মকর্তা বাবুল হোসেন, তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।
ইউডিএফ জাইকা স্থানীয় সরকার মফিজুল ইসলাম মুন্ন), তানোর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা প্রমূখ।
সভায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর সহকারী কমিশনার ভূমি (অঃদাঃ) লিয়াকত সালমান বলেন, তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ টি ভূমি সেবা স্টলে সাধারণ ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে। তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।