
স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আচিনপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে জেসমিন আক্তার কেয়া নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে প্রেমিকের বাড়িতে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে -২০২৫) ইং বিকেলে বাগমারা উপজেলার আচিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।প্রেমিক শামীম রেজা বাড়ী আচিনপুর গ্রামের আবু বক্কারের ছেলে। প্রেমিকা জেসমিন আক্তার কেয়া নরদাশ ইউনিয়নের মাদিলা (ফুলপুর )গ্রামের জালাল উদ্দীনের মেয়ে। মোছাঃ জেসমিন আক্তার কেয়া জানান, দীর্ঘ এক বছর ধরে প্রেমিক শামীমের সাথে প্রেমের সম্পর্ক হয়েছে। দফায় দফায় শারীরিক সম্পর্ক ও হয়েছে তাদের মধ্যে।
অভিযোগ সুএে পাওয়া যায়, শামীম রেজা বিয়ের প্রলোভন দেখিয়ে আসতে বলে তার বাড়ীতে।সেখানে আসলে তার পরিবারের সদস্য সেলিম রেজা (৩৬) শামীম রেজা (৩২) সুলতানা (২৬) আন্জুয়ারা বিবি (৩৫) উপরোক্ত বিবাদীগন, অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে। তার এক পর্যায়ে জেসমিন আক্তার কে মারপিট করে শরিলের বিভিন্ন জায়গায় ছিলা ফুলা জখম করে রাস্তায় ফেলে দিয়ে চলে যান । পরবর্তীতে অজ্ঞাত নামা ভ্যানচালক জেসমিন আক্তার কে অজ্ঞান অবস্থায় অটোভ্যানে করে হাটগাঙ্গো পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
জেসমিন আক্তারের পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। বর্তমান তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে জেসমিন আক্তার কেয়ার মা, ফরিদা পারভীন বাদী হয়ে বাগমারা থানায় চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ বিরেদ্ধে অভিযোগ দায়েল করেন।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।