
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে নিজ ছেলেদের উপর অভিমান করে আবুল কালাম আজাদ (৭৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন ।
শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার খরণা ইউনিয়নের কলমাচাপড় গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরেই তিনি ছেলেদের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিহতের মেয়ে জামাই উপজেলার মাঝিড়া বাজারের ব্যবসায়ী আবু তালেব জানান, ছেলেরা কাজ কর্ম করতে চাইতো না, বাবার কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাতো এসব ঘটনায় সংসারে অশান্তি লেগেই থাকতো। ছেলেদের অত্যাচারে আত্নহত্যার পথ বেঁছে নিতে বাধ্য হন তিনি ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আবুল কালাম আজাদের দুই সন্তানই মাদকাসক্ত ছিলেন। তাদের বিপথগামী জীবনের কারণে তিনি মানসিকভাবে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হন। এলাকাবাসীর ধারণা, অভিমানে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।”লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও ওসি জানান। এলাকাবাসীরা জানান, তিনি একজন ভালো মানুষ ছিলেন, কোন দিন কারোও সাথে খারাপ ব্যবহার করেন নি ।
তার এমন দুঃখ জনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।