মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলা বামুনিয়া ফকিরপাড়া গ্রামের বেলাল হোসেন দীর্ঘদিন যাবাৎ মুখে জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
সম্প্রতি ক্যান্সার আক্রান্ত এই দরিদ্র পরিবারে মানবিক সহায়তায় অবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমানের নজরে আসলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অসহায় পরিবারের হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সমাজসেবা বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলে সভাপতি কোহিনুর আকতার।
উল্লেখ্য - দীর্ঘদিন ধরে মুখে জটিল ক্যান্সার সহ নানান রোগে ভুগছেন বেলাল হোসেন। সহায়-সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির ক্যান্সার রোগের ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে চালাতে একে বারে নিঃস্ব। বেলাল হোসেনের আগের পক্ষে একমাত্র ছেলে সিরাজগঞ্জে চাকরি করেন। মৃত্যু পথযাত্রী অসুস্থ বাবার বিষয়ে জানানো হলেও এক বছর ধরে খবরও নেননা দেখতে আসেন না।
চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় বেলাল হোসেনের স্ত্রী সাহায্যের জন্য বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বেলাল হোসেন (যোগাযোগ ঠিকানা 01745909743)
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.