নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে কৃষকদের পাট চাষ উদ্বুব্ধ করতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার পাট চাষ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২৮ এপ্রিল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, উপজেলায় পাটের চাষ খুবই কম হয়।এবার প্রথম এই প্রণোদনা এসেছে। ২০ জন কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হবে। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেহেতু এ উপজেলায় পাটের আবাদ কম হয়। যারা প্রণোদনা পাচ্ছেন আপনারা অবশ্যই পাটের আবাদ করবেন। এআবাদে খরচ কম লাভ বেশি হয়। আপনাদের পাটের চাষাবাদ দেখে যেন অন্য কৃষকরা পাটের আবাদ করতে আগ্রহ প্রকাশ করেন।#
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.