
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সমাজের যেকোন মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম কোন দলমত, ধর্মবর্ণের বিবেচনায় করে না। মানুষ হিসেবে সকল বঞ্চিত-শোষিত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় একটি দোকান আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক ৪ দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার আওতায় জামায়াতে ইসলামী জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেহনতী মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করে আসছে।
জামায়াতে ইসলামীর ৪ দফার প্রথম দফা কর্মসূচি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, নৈতিক ও ইসলামী শিক্ষা ব্যতিত সৎ, আদর্শবান, চরিত্রবান ও মানবিক মানুষ তৈরী করা যায় না। সেজন্য জামায়াতে ইসলামী নৈতিক ও ইসলামী শিক্ষা প্রদানের মাধ্যমে সংগঠনের কর্মীদের সৎ, দক্ষ, আদর্শবান, চরিত্রবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। এজন্যই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি, দখলদারিত্ব করে না। যাদের রাজনৈতিক বা সাংগঠনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই তাদের নেতাকর্মীরাই চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি, দখলদারিত্বের পাশাপাশি এখন মানুষের গরু ছাগলও চুরি করা শুরু করেছে। জনগণ তাদের চিনে রেখেছে, জনগণকেই আগামীতে ভোটের মাধ্যমে সেই জবাব দিতে হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কবির, ইউনিয়ন সেক্রেটারি মো. মুনিরুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।