০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী’র ঈদের আকর্ষণ বাগমারারার সেরা গরু 

স্টাফ রিপোর্টার খোরশেদ আলম 

রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া  ইউনিয়ন পালুপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ও স্ত্রী রাবেয়া খাতুন নিজ হাতে পালন করেন  এই গরুটি। 
দেখতে চকচকে কালো ও সাদা গায়ের রং। দীর্ঘ ৩ বছর ধরে লালন পালন করে সামনে কুরবানিতে বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন।

গরুটির উচ্ছতা কম হলেও সেটি দেহের গঠন তুলনামূলক অনেক বেশি, গরুর বয়স ৪ বছর ৪ দাঁত ৩৫ মণের অধিক মাংসের দেহের অধিকারী গরুটি। প্রতিদিন খাদ্যের মধ্যে আঙ্গুল, আপেল, কলা, খড়, ভাত, উল্লেখযোগ্য খাবার খাওয়ান গরুকে। প্রাকৃতিক ভাবে নিজ বাসায় গাভীর বাচ্চা থেকে বড় হয়েছে গরুটি।গরুর মালিক জাহিদুল ইসলাম বলেন, আমার গরু প্রাকৃতিক ভাবে মোটাতাজা করেছি দৈনন্দিন খাবারে মধ্যে ফলমূলের, পাশাপাশি খড়, তাজা ঘাস, ভাত খাদ্যের মাধ্যমে মোটাতাজাকরণ করেছি। 

বাগমারার মধ্যে আমার গরু সব চেয়ে বড় ও ওজনে বেশি বলে মনে করি, সামনে কুরবানির মধ্যে আমার গরু বিক্রয় করবো। ১২ লক্ষ টাকা দাম চাই, তারপর আপনারা চাইলে নিজ চোখে দেখে দামদামির মাধ্যমে আমার বাসায় এসে গরু দেখে ক্রয় করতে পারেন। কোন দালাল ছাড়াই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির বাস্তবায়নে তানোরে মানববন্ধন

রাজশাহী’র ঈদের আকর্ষণ বাগমারারার সেরা গরু 

আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার খোরশেদ আলম 

রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া  ইউনিয়ন পালুপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ও স্ত্রী রাবেয়া খাতুন নিজ হাতে পালন করেন  এই গরুটি। 
দেখতে চকচকে কালো ও সাদা গায়ের রং। দীর্ঘ ৩ বছর ধরে লালন পালন করে সামনে কুরবানিতে বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন।

গরুটির উচ্ছতা কম হলেও সেটি দেহের গঠন তুলনামূলক অনেক বেশি, গরুর বয়স ৪ বছর ৪ দাঁত ৩৫ মণের অধিক মাংসের দেহের অধিকারী গরুটি। প্রতিদিন খাদ্যের মধ্যে আঙ্গুল, আপেল, কলা, খড়, ভাত, উল্লেখযোগ্য খাবার খাওয়ান গরুকে। প্রাকৃতিক ভাবে নিজ বাসায় গাভীর বাচ্চা থেকে বড় হয়েছে গরুটি।গরুর মালিক জাহিদুল ইসলাম বলেন, আমার গরু প্রাকৃতিক ভাবে মোটাতাজা করেছি দৈনন্দিন খাবারে মধ্যে ফলমূলের, পাশাপাশি খড়, তাজা ঘাস, ভাত খাদ্যের মাধ্যমে মোটাতাজাকরণ করেছি। 

বাগমারার মধ্যে আমার গরু সব চেয়ে বড় ও ওজনে বেশি বলে মনে করি, সামনে কুরবানির মধ্যে আমার গরু বিক্রয় করবো। ১২ লক্ষ টাকা দাম চাই, তারপর আপনারা চাইলে নিজ চোখে দেখে দামদামির মাধ্যমে আমার বাসায় এসে গরু দেখে ক্রয় করতে পারেন। কোন দালাল ছাড়াই।