০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধঃ ট্রাক বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ডে ট্রাক এবং বাস চাপার পৃথক দুটি ঘটনায় ২জন নিহত হয়েছেন।

প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিকেল পৌণে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। সন্ধ্যা ৭টায় দাবি মেনে নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। তখন বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে জানাযায়, সকাল ১০টার দিকে মহাসড়কের মাঝিড়া ফুট ওভারের নিচে ট্রাকের পৃষ্ঠ হয়ে নিহত হন উপজেলার খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মোঃ ফাযেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম(২১)।

পালিয়ে যাওয়ার সময় বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দেয়নি।

অপরদিকে বিকেল পৌণে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে ঢাকা গামী অজ্ঞাত একটি বাস থেকে পড়ে যায় এক কিশোর। পেছন থেকে আসা আরেকটি বাস তাঁকে পৃষ্ট করে পালিয়ে যায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মহাসড়কে ট্রাফিক আইন না মানায় এই ঘটনা গুলো ঘটছে। মাঝিড়ায় একটি ফুট ওভার রয়েছে কিন্তু সেটি ব্যবহার না করে অনেকেই মহাসড়কের ভিতর দিয়ে চলাচল করায় দূর্ঘটনা ঘটছে। জনগনের দাবির বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটা সড়ক ও জনপথের বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির বাস্তবায়নে তানোরে মানববন্ধন

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধঃ ট্রাক বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত ২

আপডেট সময় : ০৪:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ডে ট্রাক এবং বাস চাপার পৃথক দুটি ঘটনায় ২জন নিহত হয়েছেন।

প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিকেল পৌণে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। সন্ধ্যা ৭টায় দাবি মেনে নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। তখন বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে জানাযায়, সকাল ১০টার দিকে মহাসড়কের মাঝিড়া ফুট ওভারের নিচে ট্রাকের পৃষ্ঠ হয়ে নিহত হন উপজেলার খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মোঃ ফাযেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম(২১)।

পালিয়ে যাওয়ার সময় বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দেয়নি।

অপরদিকে বিকেল পৌণে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে ঢাকা গামী অজ্ঞাত একটি বাস থেকে পড়ে যায় এক কিশোর। পেছন থেকে আসা আরেকটি বাস তাঁকে পৃষ্ট করে পালিয়ে যায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মহাসড়কে ট্রাফিক আইন না মানায় এই ঘটনা গুলো ঘটছে। মাঝিড়ায় একটি ফুট ওভার রয়েছে কিন্তু সেটি ব্যবহার না করে অনেকেই মহাসড়কের ভিতর দিয়ে চলাচল করায় দূর্ঘটনা ঘটছে। জনগনের দাবির বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটা সড়ক ও জনপথের বিষয়।