
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান সভার সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমানে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। এছাড়াও গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশ ও তৈরিতে বিভিন্ন বিভিন্ন প্রতিবন্ধকতা ও করনীয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন উপস্থিত জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, যে যে সম্প্রদায় ও ধর্মের অনুসারী হয়না কেন আমরা একটি পরিবার ও দেশের সুশৃংখল নাগরিক। সম্প্রীতির দেশ বাংলাদেশ, কোন গুজবে কান দিতে হবে না। গুজব প্রতিরোধে গণমাধ্যমগুলোর ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর। একারণে গণমাধ্যমগুলো আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযাগে কাজ করতে হবে।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গোলাম মোস্তফা মন্টু, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, একেএস রোকন, সাজেদুল হক সাজু, আশরাফুল ইসলাম রঞ্জু, ফারুক আহম্মেদ চৌধুরীসহ অন্যান্যরা।