নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক রাজশাহী -১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছে তবে সুস্পষ্ট কথা এখনো বলেনি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন। ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। তিনি আরো বলেন, গত ১৪,১৮ ও ২৪ সালের মত নির্বাচন আমরা এ দেশে আর দেখতে চাই না, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো তবে আগামীতে ইসলামের মাধ্যমে দেশ চলবে ঘুষ,চাঁদা কমিশন ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়তে জামায়াত ইসলাম রাজপথে ছিলো এবং আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ।
রাজশাহী জেলার তানোর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে গোল্লাপাড়া বাজার ফুটবল খেলার মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেনের সভাপতিত্ব ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ডি এম আক্কাশ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আ: খালেক বলেন,এক ফ্যাসিবাদ গিয়েছে আরেক
ফ্যাসিবাদের সূচনা শুরু হচ্ছে দেশে। জামায়াত ইসলাম যতদিন দেশে আছে ততদিন এই দেশে ফ্যাসিসের জন্ম হতে দিবেনা। আগামীতে রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের দ্বারাই।
কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক রাজশাহী জেলা আমীর মাওঃ আমিনুল ইসলাম। জেলা কর্ম পরিষদ অধ্যাপক ওবাইদুল্লাহ, রাজশাহী জেলা উলামা সভাপতি মাওঃসিরাজুল ইসলাম,জেলা সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন, জেলা শিবিরের সভাপতি রমজান আলী। জামাত নেতা মাওঃ আনিসুর রহমান, কাজী আফজাল, আফজাল হোসেন,
প্রফেসর এ কে আজাদ, আরজান মাষ্টার,মাহাবুব চৌধুরী,মিজানুর রহমান,রাইহান সহ উপজেলা জামাতে ইসলামী সংগঠনের নেতা ও হাজার হাজার কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.