
আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إيَّاكم والكَذِبَ، فإنَّ الكَذبَ يهدي إلى الفُجُورِ، وإنَّ الفجورَ يهدي إلى النار
তোমরা মিথ্যাচার বর্জন করো। কেননা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়।
সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৮৯ (শুআইব আরনাঊত তাহকীককৃত), ৪৯০৪ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)