
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় আনন্দ মিছিল বের করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি
ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন এর নেতৃত্বে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
এই আনন্দ মিছিলটি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়
থেকে শুরু হয়ে মাঝিড়া বটতলা মোড় ঘুরে আনন্দ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায়
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডল,
সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাই রনি,খরনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাফিজার রহমান কাজল,আশেকপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম ইদ্রিস আলী সাকিদার,উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মোজাফফর রহমান, মোশাররফ হোসেন,মাশফিকুর রহমান মামুন, উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপি’র সহ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু,যুগ্ন আহ্বায়ক রেজা, সাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুল ইসলাম আজাদ,সদস্য সচিব আবু হাসান, উপজেলা জাসাসের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যদলের সভাপতি ইবনে সাউদ,সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,আমরুল ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান শামীম
সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ।