
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের অন্তরগত “ফুলকোট নিউ স্টার ক্লাব”র উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । গত শুএবার( ২৯ নভেম্বর) বিকেল ০৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলা হয় । আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ , শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সহীদুজ্জামান সেলিম,
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মামুন,
উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান সাজু ও ১নং সদস্য সাজেদুল ইসলাম , বগুড়া জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান রকি,
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও আমরুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমতিয়াজ পায়েল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইবনে সাউথ, ও সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তোতা, উপজেলা শ্রমিক দলের সদস্য মোঃ ফারুক সরকার, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মশিউর রহমান বাবু, আমরুল ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ আব্দুল জলিল, আমরুল ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আহসান হাবীব সাগর, আব্দুল গফফার, নুরুজ্জামান শামীম, মোঃ মুরাদ, মোঃ আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা শাকিল রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ রিপন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। খেলায় সোনালী স্পোর্টিং ক্লাব ও পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ৩-১ গোল দেয় । খেলায় রেফারি ছিলেন সুমন । ধারাভাষ্যকার ছিলেন হাবিব ।
সার্বিক সহযোগিতায় ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান শামীম ।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।