আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গুলশান-১ কাচাঁবাজার থেকে গুলশান-২ গোল চত্ত্বর পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন তারা।
রোববার (১০ নভেম্বর) দুপুরে গুলশান থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করে।
মিছিলে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা, গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুন, সদস্য সচিব শাহজাহান কবির, গুলশান থানা যুবদলের সদস্য সচিব মেহরাব জাবিন ফারুক, গুলশান থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাদমান নায়ীম খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিএনপির হাই কমান্ডের নির্দেশে নেতাকর্মীরা মাঠে উপস্থিত থাকবেন। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠিকানা হবে না। যেখানে তাদের দেখা যাবে সেখানে তাদের প্রতিহত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.